উইলিয়াম গোল্ডিং

1911 - 1993

photo credits: Wikimedia Commons

স্যার উইলিয়াম জেরাল্ড গোল্ডিং সিবিই এফআরএসএল (ইংরেজি: William Gerald Golding; ১৯ সেপ্টেম্বর ১৯১১ - ১৯ জুন ১৯৯৩) একজন ব্রিটিশ ঔপন্যাসিক, নাট্যকার ও কবি। তিনি তার প্রকাশিত প্রথম উপন্যাস লর্ড অব দ্য ফ্লাইজ (১৯৫৪)-এর জন্য সুপরিচিত। তিনি তার জীবদ্দশায় আরও ১২টি উপন্যাস লিখেছেন। ১৯৮০ সালে তিনি রাইটস অব প্যাসেজ উপন্যাসের জন্য বুকার পুরস্কার অর্জন করেন, এটি পরবর্তীকালে টু দি এন্ডস অব দি আর্থ সমুদ্র ত্রয়ীর প্রথম খণ্ড হিসেবে পরিচিত হয়। তিনি ১৯৮৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। সাহিত্যে তার অবদানের জন্য গোল্ডিং ১৯৮৮ সালে নাইটহুডে ভূষিত হন। তিনি রয়্যাল সোসাইটি অব লিটারেচারের ফেলো ছিলেন। ২০০৮ সালে দ্য টাইমস তাকে "১৯৪৫ এর পর থেকে ৫০ জন সেরা ব্রিটিশ লেখক" তালিকায় ৩য় স্থান প্রদান করে। Source: Wikipedia (bn)

Editions translated by উইলিয়াম গোল্ডিং 1

Open in advanced list browser
Comments
There is nothing here
Lists
There is nothing here

Human -

Welcome to Inventaire

the library of your friends and communities
learn more
আপনি অফলাইনে আছেন